আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান বিরোধী দল বিএনপিকে আবার আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তবে বিএনপিকে সন্ত্রাস ও সহিংসতা পথ পরিহার এবং জামায়াতের ইসলামীর সঙ্গ ত্যাগ করার শর্ত দিয়েছেন তিনি। আজ সোমবার বিকেলে গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় অত্যন্ত হাস্যোজ্জ্বল ছিলেন প্রধানমন্ত্রী। লিখিত বক্তব্যের শুরুতে তিনি পৌষের বিকেলে গণভবন চত্বরে সবাইকে স্বাগত জানান। দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করায় সাধারণ জনগণসহ সংশ্লিষ্ট...

